বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ৪জন আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) সড়কে লরিতে বাসের ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪ জন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সরকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রোডাকশন কর্মচারী রিনা (২৩), পপি সূত্র ধর (২৫), রাশেদা (৩০) ও গুরুতর আহত ফাতেমা (২৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) প্রেরণ করা হয়েছে।

চিকিৎসা দেওয়া স্থানীয় রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহ রেজা বলেন, সড়ক দুর্ঘটনায় খাইশি লিনজেরি কারখানার ৪ জন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল্লাহ মামুন জানান, একটি লরির পেছনের অংশে থাকা যন্ত্রাংশের সাথে খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাসের গ্লাসের সাথে ধাক্কা লেগে বাসে থাকা ৪ জন কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লরিটি স্থানীয় একটি গ্যারেজে রাখা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular