চট্টগ্রামে শুটকিপল্লী ও খলিফাপট্টিতে আগুন !

0
33

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আসাদগঞ্জে শুটকিপল্লী এবং খলিফাপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই দুই এলাকার শুটকি গুদাম, লবণ কারখানা, সাবান ফ্যাক্টরি এবং বসত ঘর পুড়ে যায়।

আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা দু’টি ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আসাদগঞ্জের শুটকিপল্লীতে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে কয়েকটি শুটকি গুদাম, বস্তি ঘর, লবন কারখানা ও সাবানের গুদাম পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় খলিফাপট্টিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২২টি বসত ঘরে পুড়ে যায়। এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।