নিউজ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ সাব-রেজিস্ট্রিার প্রণব আইচকে জমির দলিল নিবন্ধনের মিথ্যা তথ্য দিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রামে দলিল লেখক প্রণব আইচকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী থানায় করা মামলায় মোছাম্মৎ মর্জিনা আক্তার ও হাটহাজারী সার্কেলের সাবেক কাজী রফিক উদ্দিনকেও আসামি করা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন বলেন, প্রণব আইচ সদর রেজিস্ট্রি অফিসের একটি জায়গা নিবন্ধনের সময় দলিলে মিথ্যা তথ্য দিয়ে ১১ লাখ ২৭ হাজার ১০০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। একই সঙ্গে রাজস্ব তথ্যও গোপন করেছেন। তাই তাকে গ্রেফতারের পর হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।