চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

0
29

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২৫) নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে নগরীর বায়েজিদ থানার আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজীবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ মেডিকল টিম ১ এর এএসআই মো. আলাউদ্দিন জানান, আলীনগরের হিলভিউ ১ নম্বর রোডের জাহেদ সাহেবের বাসায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।