নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকার নজীর মুন্সীর বাড়ি সংলগ্ন খাল থেকে মোহাম্মদ আলমগীর (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর স্থানীয় একটি কলোনীর তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন।
পরিবারের অভিযোগ, শনিবার রাতে আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর রবিবার ভোরে স্থানীয় এক খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, ভোরে খালের পাড় থেকে আলমগীরের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার কানের পেছনের অংশে ক্ষত এবং গলায় কালো দাগ দেখা গেছে। হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, শনিবার গভীর রাতে ঘরে ফেরার সময় কয়েকজন লোক আলমগীরকে ধরে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। আমরা যতটুকু জেনেছি, চাচাতো ভাইদের সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ ছিল। হয়তো এই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।