চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগী, নতুন আক্রান্ত ১১০

0
135

চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর)  ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (৩ সেপ্টম্বর) বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে সর্বমোট ভর্তি আছেন ৪৬ জন রোগী।

তিনি আরও বলেন, হাসপাতালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে।

সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭৬ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‌গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩,  রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

গত মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর রাজধানী ঢাকায় ডায়রিয়ার ব্যাপক প্রকোপ দেখা দেয়। সে সময় কয়েকদিন গড়ে রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) এক হাজারের মতো রোগী ভর্তি হয়। পরে রোগ নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় দুই দফায় কলোরা টিকা খাওয়ানো হয়।