চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা !

0
28

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আগ্রাবাদে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম। নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খুরশীদ আলমের ছেলে। তিনি নগরীর মৌলভী পাড়া এলাকায় পরিবারের সাথে থাকেতন।

নিহতের বোন জামাই মো. মাসুম জানান, সাদ্দাম নগরীর একটি কসাইয়ের দোকানে কাজ করতেন। সকালে মোবাইলে ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়। এরপর তাকে ছুরিকাঘাতের কথা জানতে পারি।

ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম বলেন, স্থানীয় একটি বিপণি বিতানের পেছনে সাদ্দামের বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই সাদ্দামের মৃত্যু হয়।