নিউজ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম বলেন, গত শুক্রবার রাতে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। একই রাতে মাদক বিক্রি এবং মাদকের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।