নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকার রানীরদীঘি থেকে ড্রামভর্তি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ড্রামভর্তি গলিত লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে-পাঁচ ছয় দিন আগে এ ব্যক্তিকে খুন করে ড্রামে ভরে দীঘিতে ফেলে দেয়া হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।