চট্টগ্রামে চার্জার ফ্যানের ভেতরে ইয়াবা পার্সেল !

0
33

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ইলেকট্রিক্যাল চার্জার ফ্যানের ভেতরে করে ১৮০০ পিস ইয়াবার পার্সেল করার সময় নগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে মো. কায়ছার হামিদ প্রকাশ নয়ন (২৭) নামে এক ব্যবসায়ী। নগরের কাজীর দেউড়ির এসএ পরিবহনের কাউন্টার থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়।
কায়ছার হামিদ নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার ভরাপুকুর পাড় এলাকার মো. হোসাইন আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিায়ে এসএ পরিবহনের কাজীর দেউড়ি শাখায় গিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। একটি চার্জার ফ্যানের ভেতরে কৌশলে প্যাকেটে করে ইয়াবার পার্সেল পাঠানোর সময় হাতেনাতে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছেন। তার কাছে থেকে একটি সিকভার মোটরসাইকেল, চার্জার ফ্যান এবং ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।