শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চট্টগ্রামে একজনকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত: আটক ৬ !

নিউজ ডেস্ক:

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ’র ১৮ নম্বর সড়কে বাসা থেকে ডেকে নিয়ে আল আমিন (১৭) নামে এক তরুণকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত আল আমিনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সানজিদ আহমেদ (১৮) প্রকাশ মাহি, মো. লিটন (২০), মো. সানজিদ (২৬), মো. ইমতিয়াজ (১৬), হামিদুর রহমান টুটুল (১৬) ও মো. ইয়াছিন (১৮)।

আল আমিনের বাবা নুরুল ইসলাম বলেন, মিন্টু নামে আমার ছেলের এক বন্ধুকে দিয়ে রাত ৮টার দিকে তাকে ডেকে বাসা থেকে বের করা হয়। পরে স্থানীয় সানজিদ, তারেকসহ আরো বেশ কয়েকজন মিলে ধামা, কিরিচ ও ছুরি দিয়ে আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। আল আমিনের পেটে ছুরিকাঘাত, কোমর ও দুই উরুতে কুপিয়ে মারাত্মক জখম করেছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি।

ডবলমুরিং থানার ওয়ারলেস অপারেটর রাজিবুল আলম বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular