নিউজ ডেস্ক:
চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ শাহনেয়াজ কাউসার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১৩ রাউন্ড কার্তুজ এবং দুটি ম্যাগজিন জব্দ করা হয়। গতকাল রাতে ফটিকছড়ি থানাধীন আজাদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহনেওয়াজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি একে-২২ ও দুটি ওয়ান শূটার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কয়টা মামলা রয়েছে, তা খোঁজ খবর নেয়া হচ্ছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হবে।