বিপ্লব নাথ(চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী ওই সব এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে বলেছেন। এছাড়া অব্যাহত অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাংগনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে সবাইকে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বলেছেন।
ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সংক্রান্ত বার্তা দিয়েছেন তিনি।
জেলা প্রশাসকের নির্দেশ
রাবিবার বার সকাল ১০টা ৫৫মিনিটে সময় নিজের ফেসবুক ওয়ালে তিনি জানান, জিওলজিক্যাল সার্ভে, বাংলাদেশ জানিয়েছে যে, চট্টগ্রাম জেলায় চলমান অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। সকলকে ঝুঁকিপূর্ণ স্থান হতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া অব্যাহত অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাংগনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে সবাইকে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বলা হলো, যোগ করেন ডিসি।
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান
বিপ্লব নাথ(চট্টগ্রাম) : বার বার পাহাড় ধ্বসের ঘটনায় দেশবাসীকে মর্মাহত করে তুলেছে। গত কয়েক বছরে পাহাড়ধ্বসে চট্টগ্রামে জান-মালের ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনার পর চট্টগ্রাম প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করলেও তা শুরু কিছু দিনের মধ্যে থেমে যায়। এর ফলে এবার প্রশাসন চট্টগ্রামে অব্যাহত বর্ষণ এবং জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ধসের আশঙ্কা থাকায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
রোববার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান এক জরুরি বার্তায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, জিওলজিক্যাল সার্ভে ও অব্যাহত বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।