নিউজ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকা থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বড়দীঘির পাড় এলাকায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা এক ব্যক্তির মরদেহ পাওয়ার খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের শরীরের কোথাও জখমের চিহ্ন নেই।