চট্টগ্রামের যে এলাকায় ২৪ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

0
8
চট্টগ্রামের যে এলাকায় ২৪ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

 কর্ণফুলী ইপিজেডে বিদ্যমান কম্বাইন্ড রেগুলেটিং স্টেশন (সিআরএস) এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামের কয়েকটি স্থানে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্ণফুলী ইপিজেডে কম্বাইন্ড রেগুলেটিং স্টেশন (সিআরএস) এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, কেইপিজেড, নৌবাহিনী, র‍্যাব ৭, স্টিল মিল বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে (২৪ ঘণ্টা) বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।