চট্টগ্রামের আনোয়ারায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার !

0
29

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আনোয়ারা থানার বারো আউলিয়া এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন। শনিবার ভোর ৫টার দিকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে বারো আউলিয়া এলাকার একটি মাঠের পাশে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে ইয়াবা ব্যবসায়ীরা মাঠের পাশে জঙ্গলে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়েছে।