সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এটি তাদের ষোলোতম কোপা আমেরিকা শিরোপা, যা টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড।
২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে লিওনেল মেসির দল। এবার কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েই ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। সেই সঙ্গে ভাগ বসাল স্পেনের রেকর্ডে।
স্পেন ২০০৮ সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোজারা। এর দুই বছর পর ফের ইউরো চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন-বিশ্বচ্যাম্পিয়ন-মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার চক্রপূরণ করেছিল তারা।
আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ায় এবার মুখোমুখি হচ্ছে এই দুই দলই। গতকাল রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে এবারের লা ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। ২০২১ সালে গত ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল।