রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চকবাজারে ওষুধের দোকানে আগুন !

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলায় একটি ওষুধের দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দোকানে থাকা ওষুধ, কাগজপত্র পুড়ে গেছে।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর নজরুল ইসলাম।

তিনি বলেন, কাপাসগোলার মকবুল সওদাগর লেইনে আবুল কাশেমের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি ওষুধের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular