ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। টানা প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে বাইরে বের হওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষকে চরম বিপাকে পড়তে হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকেই চুয়াডাঙ্গার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃহস্পতিবার থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে টানা বৃষ্টি শুরু হয় এ জেলায়। গত ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২ মিলিমিটার। যা আজ শুক্রবার (২৫ অক্টোবর) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া আজ সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৮ মিলিমিটার।
টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে ও রাস্তাঘাট ডুবে গেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না অনেকে। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা বড় বাজারে ভ্যানচালক জামাল বলেন, আজ ভোর থেকেই বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে আমাদের মতো ভ্যানচালকদের খুবই সমস্যা হয়। ভ্যান চালিয়ে কিছু উপার্জন করতে পারি না। টাকা না পেলে তো না খেয়ে থাকতে হবে।
অটোরিকশা চালক কামরুল বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে আমার অটোতে তেমন যাত্রী পাচ্ছি না। পুরো দিনটাই খালি ঘুরতে হচ্ছে। ভাড়া না পেলে পরিবারের খরচ চালানো খুব কঠিন। এমন পরিস্থিতিতে আমাদের জন্য খুবই অসুবিধা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল সকাল থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল এ জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।