নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় সাপের কামড়ে শিমুল হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমুল হোসেন ভাংবাড়িয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের গোলাম মোস্তফা ওরফে মস্তক আলীর ছেলে। সে ভাংবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ব্যক্তিরা জানান, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের মস্তকের ছেলে শিমুল হোসেন প্রতিদিনের ন্যায় মা-বাবার শোবার ঘরের পাশে আরেকটি ঘরে একা ঘুমায়। গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় সে। এরপর রাত ১২টার দিকে শিমুলকে তার বিছানায় সাপে দংশন করলে ঘুমের মধ্যে সে চিৎকার দিয়ে ওঠে। এ সময় তার চিৎকারে তার মা-বাবাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। সেই রাতেই শিমুলের পরিবারের সদস্যরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। গতকাল ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যায়। শিমুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।