বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঘুমন্ত যুবককে কুপিয়ে জখম : রেফার্ড

কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হানা

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় গভীর রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে আনোয়ার (৩৬) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। গতকাল বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার তোয়াজ ম-লের ছেলে। আহতের ভাই সানোয়ার বলেন, আমার ভাই আনোয়ার রাতে ঘুমাচ্ছিল। হঠাৎ কে বা কারা আনোয়ারকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের নিকট দুর্বৃত্তদের পরিচয় প্রকাশ করলেও সাংবাদিকদের নিকট মুখ খুলতে রাজি হয়নি আনোয়ারের পরিবার। আনোয়ার ফরিদপুরের একটি পরিবহনে হেলপারি করেন। তবে তার কোন পূর্বশত্রুতা নেই বলেও জানান তারা।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ আসাদ বলেন, আমি ঘটনাটি শুনেছি ভূমিহীনপাড়ায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে কুপিয়েছে। আহতের পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। কিছু আসামীদেরকে চিনতে পেরেছে বলে জানায় তারা। তবে আমি একটু ব্যস্ত থাকার কারণে ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি। আমি কাজ শেষে বিষয়টি দেখবো। তবে আহত আনোয়ারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান বলেন, আহত আনোয়ারের অবস্থা তৎক্ষনাক বলা সম্ভব হবে না। মাথায় গভীর কোপের আঘাত আছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular