রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঘরে সাপ রাখলেই সম্পদ বেড়ে যাবে!

নিউজ ডেস্ক:

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে পুলিশের হাতে ধরা পড়েছে পতারক ব্যবসায়ীর একটি দল। তারা সম্পদ বৃদ্ধির লোভ দেখিয়ে ধনী লোকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে বলে উভেযোগ উঠেছে।

সাপসহ ওই দলের চার জনকে আটক করেছে দেশটির পুলিশ। এখনো এই দলের আরো তিনজন সদ্স্য পলাতক রয়েছে বলে জানা গেছে।দেশটির পুলিশ জানিয়েছে, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ার পর থেকেই সাপ বিক্রি বেড়েছে। কালো টাকার মালিকরা সাপ কিনছেন। তাদের ধারণা, কালসর্প যোগে সম্পদ বৃদ্ধি পাবে। আটককৃতরা জানিয়েছে, তারা দাবি করে, শুধু বর্তমান সম্পদ দ্বিগুণ করে দেওয়াই নয়, মাটির তলা থেকেও সম্পদ খুঁজে বার করে দেবে এই সাপ। তাই অসৎ উপায়ে সহজেই সম্পদ বাড়িয়ে নেওয়ার লোভে বহু লোকই লক্ষাধিক টাকা দিয়ে সাপ কিনেছেন। মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও লোভের সুযোগ নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিল ধৃতরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular