বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঘরের মাঠে ৫ রানে জয় হায়দরাবাদের !

নিউজ ডেস্ক:

পাঞ্জাবে বিরুদ্ধে ঘরের মাঠে ৫ রান জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ১৫৯। জবাবে, ১৫৪ রানেই গুটিয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাব।

টসে জিতে পাঞ্জাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পয়েন্টের নিরিখে দুটি দল একই জায়গায় দাঁড়িয়ে ছিল। ৪ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ছিল ৪। এই জয়ের সুবাদে কিছুটা ভাল জায়গায় উঠে এল হায়দরাবাদ।

‌পাঞ্জাবের কাছে খুব একটা বেশি রানের লক্ষ্য ছিল না। দুরন্ত লড়াই করে গেলেন মনন বোহরা। ৫০ বলে করলেন ৯৫। ইনিংসে ৫টি ছয়, ৯টি চার। কিন্তু হায়দরাবাদকে যেমন কার্যত একাই টেনেছিলেন ওয়ার্নার, পাঞ্জাবের ক্ষেত্রেও তাই। সতীর্থদের কাছ থেকে তেমন সাহায্যই পেলেন না বোহরা। তাঁর পরে দ্বিতীয় সর্বোচ্চ রান মর্গানের ১৩। শেষ ওভারে দরকার ছিল ১১ রান, হাতে মাত্র ১ উইকেট। ১৫৪ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular