বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঘরের মাঠে ব্যর্থ বায়ার্ন মিউনিখ !

নিউজ ডেস্ক:

জার্মান বুন্দেস লিগায় ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ভলফলসবুর্গের সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ চাড়তে পারেনি জায়ান্ট ক্লাবটি।
ফলে পয়েন্ট টেবিলে শীর্ষেও উঠা হলো না দলটির।

শুক্রবার ম্যাচের শুরু থেকেই মাঝ মাঠে বল দখল রেখে আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ফলে রবার্ট লেওয়ানদস্কি ও আরিয়ান রোবেনের পা থেকে প্রথমার্ধেই চলে আসে দু’টি গোল।

তবে বিরতির পর চিত্র পুরোপুরি পাল্টে যায়। সুযোগে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড গোল করে ব্যবধান কমিয়ে দেন। আর ৮৩ মিনিটে ড্যানিয়েল ডিভাডি বায়ার্নের জালে বল ঢুকিয়ে স্তব্ধ করে দেন গোটা গ্যালারি।

এই ড্রয়ের ফলে বরুশিয়া ডর্টমুন্ডকে সরিয়ে আপাতত শীর্ষে উঠা হলো না বায়ার্নের। দু’দলেরই ১৩ পয়েন্ট করে থাকলেও গোল গড়ে এগিয়ে এক নম্বরে আছে ডর্টমুন্ড।

Similar Articles

Advertismentspot_img

Most Popular