বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঘরের মাঠে বার্সেলোনা লিজেন্ডসের পরাজয় !

নিউজ ডেস্ক:

একটি চ্যারিটি ম্যাচে শুক্রবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলাররা। তবে ঘরের মাঠে জ্বলে উঠতে পারেনি রোনালদিনহো এবং রিভালদোরা। ফলে পরিণতি দাঁড়ায়, ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ডসের কাছে এদিন ৩-১ গোলের লজ্জাজনক হার।

শুরু থেকেই দারূণ ছন্দে ছিল সফরকারীরা। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। রেড ডেভিলসদের পক্ষে প্রথম গোলটি করেন সাবেক তারকা ফুটবলার জেস্পার ব্লোমভিস্টে। এরপর ৫৭ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন কারেল পোবোর্স্কি। আর কাতালানদের জালে শেষবার বল পাঠান ম্যানইউ লিজেন্ডসের অধিনায়ক ডুয়াইট ইয়র্ক।

এদিকে, বার্সেলোনার লিজেন্ডসের একমাত্র গোলটি করেন ফ্রেডেরিক দেহু। তবে কাতালানদের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন রোনালদিনহো। যে কারণে ৩৭ বছর বয়সী সাবেক এই ব্রাজিলিয়ান তারকার হাতেই উঠে ম্যাচ সেরার পুরস্কার।

ম্যানচেস্টার ইউনাইটেডের হোম ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ডে আগামী সেপ্টেম্বরের দুই তারিখে অনুষ্ঠিত হবে এই দুই দলের ফিরতি লেগ।

প্রসঙ্গত, এই চ্যারিটি ম্যাচ থেকে পাওয়া সমস্ত অর্থ স্যান্ট হুংয়ান ডি ডেউ হাসপাতালের বার্সেলোনা পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টারে দেওয়া হবে। মূলত শিশুদের চিকিৎসার জন্যই এই অর্থ প্রদান করা হবে।

সূত্র: মেইল অনলাইন

Similar Articles

Advertismentspot_img

Most Popular