নিউজ ডেস্ক:
ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৭ সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গুজরাট লায়ন্সের জবাবটা হল আরো জোড়াল। ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে তারা।
কেকেআর ওপেনিংয়ে আবারো সুনীল নারিন চমক রেখেছিল। কাজেও দিয়েছিল সেটি। ৯ চার ও ১ ছয়ে ১৭ বলে ৪২ নারিনের। সঙ্গে অধিনায়ক গৌতম গাম্ভীরের ৩৩, মনিষ পান্ডের ২৪ ও রবিন উথাপ্পার ৭২! নিজের ইনিংসটি ৮ চার ও ২ ছয়ে ৪৮ বলে সাজিয়েছেন উথাপ্পা।
কলকাতার আরেক ভরসা নারিন ছিলেন খরুচে। ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য এই ক্যারিবিয়ান। এদিন দলে ঢোকা নাথান কোল্টার নাইল ২ উইকেট পেলেও ৩.২ ওভারে ৪১ রান ঢেলেছেন। আরেক বিদেশি ক্রিস ওকস ২ ওভারে ২০ দিয়েছেন।
৬ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। অন্যদিকে মাত্র দ্বিতীয় জয় তুলে নেওয়া গুজরাট সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে।