রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঘরের মাঠে আর্সেনালের ৩০০তম ম্যাচ জয়!

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ব্রুমউইড এ্যালবিয়নকে ১-০ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে ৩০০তম ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।
প্রথম ক্লাব হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন তাদের পাশে নাম লেখালো আর্সেনাল। গানার্সদের হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরু। এমিরেটস স্টেডিয়ামে আর্সেন ওয়েঙ্গারের বিবেচনায় তিনি মূল একাদশে খেলতে নেমেছিলেন।
১৯৯২ সালের ১৫ আগস্ট আর্সেনাল প্রিমিয়ার লিগে প্রথম হোম ম্যাচে পরাজিত হয়েছিল। নরউইচ সিটির কাছে ঐ ম্যাচে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল গানার্সরা। ১১দিন পরে জর্জ গ্র্যাহামের দল ওল্ডহ্যাম এ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগে প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পায়।
২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের দল প্রথম প্রিমিয়ার লীগের শিরোপা জয় করার কৃতিত্ব দেখায়। মৌসুমের শেষে তারা অপরাজিত ছিল। ঘরের মাঠে ঐ মৌসুমে ১৯টি ম্যাচের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছিল তারা।
সোমবারের জয়টি ছিল এবারের মৌসুমে ঘরের মাঠে টানা ষষ্ঠ জয়। এই জয়ে লিভারপুলের সাথে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গানার্সরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular