ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন

0
2

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে আসছে। আর একই সঙ্গে ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। যমুনা নদীতে মার্কিন পয়েন্ট দেখতে না পেয়ে ফেরী চলাচল বন্ধ করা হয়। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খাওয়া মানুষ প্রতিনিধিদেও পাঠানো খবর : চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা গতকাল বৃহ¯পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় ও সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। আগের দিন বুধবার এখানে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এখন থেকে প্রতিনিয়ত তাপমাত্রা কমতে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, গত শুক্রবার (৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার (৭ ডিসেম্বর) ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।।

তীব্র শীতে দর্শনা রামনগরের জহিরুল মিয়া বলেন, এই অগ্রহায়ণে এত শীত, তাহলে পৌষ ও মাঘ মাসে কত শীত পড়বে। নির্মাণ শ্রমিক নাজমুল হাসান বলেন, প্রচন্ড শীতে কোনো কাজ করতে পারছি না। এরকম শীত পড়তে থাকলে কর্মহীন থাকতে হবে। খুব চিন্তায় আছি। ২০১৩ সালের জানুয়ারি মাসে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, যা ছিল বিগত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর গতবছর শীতে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

বেড়া-সাঁথিয়া (পাবনা) : ঘন কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় পাবনার কাজীরহাট ও মানিকগঞ্জের আরিচার মধ্যে বুধবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভোগান্তিতে পড়েছেন চালকরা।

বিআইডব্লিউটিসি কাজীরহাট কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, রাত সাড়ে ১১ টার দিক থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ২টার দিকে কাজীরহাট ঘাট থেকে কিষাণী ও আরিচা থেকে ছেড়ে আসা অন্য আরেকটি সহ দুটি ফেরি মধ্য নদীতে নোঙর করে রাখা হয়। তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়ালি পার হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, পাবনায় গত চার দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এ কারণে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১২ টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কয়েকদিন ধরে মুখ দেখা যাচ্ছে না। গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসে উঠা নামা করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এই শীতে ২’শ কম্বল ও তিন লক্ষ টাকা অনুদান পাওয়া গেছে। যা শিগগিরই বিতরণ করা হবে। আরও চাহিদা পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল বাতাসে যমুনা চরের অসহায় মানুষ দুর্বিসহ জীবন যাপন করছেন। বিশেষত শিশু বৃদ্ধ ও রোগীরা পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ১৩ সেন্টিমিটারের নিচে।

সদর উপজেলার চররায়পুর গ্রামের কৃষক বারেক আলী বলেন, ঠান্ডা বাতাস ও তীব্র শীত উপেক্ষা করে বেগুন ও কাচা মরিচ খেতে পরিচর্যা করতে হচ্ছে। শীতে বোরো বীজতলা, মরিচ ফসলে ক্ষতি হচ্ছে। ঘন কুয়াশায় যানবাহন চালাচলে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। মেছরা চরের হতদরিদ্র হামিদা, রহিমা, আশা খাতুন জানান, কয়েক দিনের ঠান্ডায় চরের মানুষ কাহিল হয়ে পরেছে। শীত থেকে বাঁচার জন্য আগুন পোহাই।