গ্রোসেত্ত আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত !

0
36

নিউজ ডেস্ক:

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকীতে স্পেন ও জার্মানে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরেয়ে নিয়ে ফাসির দন্ড কার্যকর করার দাবী জানিয়েছে ইতালি আওয়ামী লীগ গ্রোসেত্ত শাখা।

গ্রোসেত্ত আওয়ামী লীগের আহবায়ক মাহবুবুর রহমান ছৈয়ালের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী।

প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দিনু, সদস্য ফারুক ফরাজী, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, ইতালি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদিকা নিলুফার নীলা, শামীমা আক্তার পপি, তুসকলনা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ দুলাল বেপারী, সদস্য নজরুল ইসলাম, সবুজ আহমেদ, আসলাম ভান্ডারীসহ আরো অনেকে।