গ্রাহকের কাছে যাওয়ার আগে কেঁদে ফেলল সেক্স ডল !

0
49

নিউজ ডেস্ক:

বিক্রি হওয়ার আগেই কেঁদে ফেলল সেক্স ডল! এর কতটা গুজব আর কতটা সত্যি তা হয়তো বিক্রেতাই বলতে পারবেন। কিন্তু এমনই খবর ছড়িয়েছে ইন্টারনেটে।
অস্ট্রিয়ার লিনজে চলতি মাসে ‘আর্টস ইলেক্টনিকা ফেস্টিভাল’ এর আয়োজন করা হয়।

এখানেই তোলা হয় সামান্থা নামের ওই পুতুলটিকে। দাম ধরা হয় তিন হাজার ইউরো। মেলায় তোলা অন্য পুতুলগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। দর্শণার্থীরা একটু বেশিই আগ্রহী হয়ে উঠেছিলেন। তাদের বর্বর আচরণের ফলস্বরূপ পুতুলটির কাঠামোগত ক্ষতি হয়েছে। এখন এটিকে আবার ঠিক করতে হবে বলে জানান বিক্রেতা।

বিক্রেতা জানান, ‘দরদাম নিয়ে কথা চলছিল ক্রেতার সঙ্গে। হঠাৎই দেখেন সেক্স ডলের চোখের কোনায় পানি।
পরে তার সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে। ‘

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সামান্থা নামের পুতুলটি একাধিক ভাষায় কথা বলতে পারে। স্পর্শ করলেও পুতুলটি বুঝতে পারে।

সূত্র : ডেইলি মেইল