বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গ্রামীণফোনের পর এবার ই-শপ নিয়ে এলো রবি

নিউজ ডেস্ক:

রবি গ্রাহকদের জন্য সেরা স্মার্টফোনের সম্ভার নিয়ে ‘শপডট রবিডটকম ডটবিডি’ shop.robi.com.bd নামে একটি ই-কমার্স পোর্টাল চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড। দেশজুড়ে স্মার্টফোনের চাহিদা বাড়তে থাকায় রবি সম্প্রতি এই প্লাটফরমটি চালু করে।

ঢাকায় বিনা মাশুলে হোম ডেলিভারি প্রদান করবে পোর্টালটি। নির্দিষ্ট স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে থাকবে রিচার্জ ভাউচার ও উপহার। রবি’র বিশ্বাস, শিগগিরই পোর্টালটি আগ্রহী স্মার্টফোন ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায়।

প্রাথমিকভাবে ই-শপটিতে মিলছে স্যামসাং-এর সাম্প্রতিক জনপ্রিয় বিভিন্ন হ্যান্ডসেট। এছাড়াও রয়েছে হুয়াওয়ে, সিম্ফনি ও ওয়ালটনের একাধিক জনপ্রিয় সেট।

Similar Articles

Advertismentspot_img

Most Popular