বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

গোলের প্রতিযোগিতায় কাভানি, নেইমার ও ডি মারিয়া !

নিউজ ডেস্ক:

আন্ডারলেখত মাঠে গোলের প্রতিযোগিতায় মাতলেন এমবাপ্পে, কাভানি, নেইমার ও ডি মারিয়াররা। কেউ কারও চেয়ে কম গেলেন না।
প্রত্যেকেই গোল করলেন। অার তাদের গোলে চ্যাম্পিয়নস লিগে বড় জয় নিয়ে মাঠ ছাড়লো প্যারিস সেন্ট জার্মেই। আন্ডারলেখ্টকে তাদের মাঠে ৪-০ গোলে হারালো উনাই এমরির শিষ্যরা। আর এ জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই রইল পিএসজি।

এদিন ম্যাচের মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে লিড পায় দলটি। আর ৪৪ মিনিটে হেড থেকে লিড দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

বিরতির পর গোলের দেখা পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে কাভানির বদলি হিসেবে নামা আর্জেন্টাই মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া আরেকটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিন ম্যাচ খেলে সবকটিতেই বড় জয় পেল পিএসজি। পাশাপাশি গোল হজম করতে হয়নি একটিও। আগের দুই ম্যাচে সেল্টিককে ৫-০ ও শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে। অন্যদিকে তিন ম্যাচেই হারা আন্ডারলেখত রইল সবার শেষে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular