বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘গোলমাল’ করেই ১০০ কোটি রুপি আয় !

নিউজ ডেস্ক:

মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করে চলেছে বলিউডের কমেডিধর্মী সিনেমা গোলমাল অ্যাগেইন। এবার শতকোটি রুপি আয়ের ক্লাবে পৌঁছে গেল অজয় দেবগনের এ সিনেমা।
বলতে পারেন পুনরায় গোলমাল করেই ১০০ কোটি রুপি ঘরে তুলে নিল সিনেমার ফ্রাঞ্চাইজিটি।

গত ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’। প্রতিবারের মতো এবারও দর্শকের মন জয় করে নিয়ে ছবিটি। আর শত কোটির ঘরে পৌঁছাতে সময় লেগেছে মাত্র পাঁচদিন।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ১০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘গোলমাল অ্যাগেইন’। এছাড়া নিউজিল্যান্ডে তিন লাখ ৬২ হাজার ডলার ও ফিজিতে দুই লাখ ৬৪ হাজার ডলার আয় করেছে ছবিটি।

রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু ও তুষার কাপুর। এবারের পর্বে নতুন করে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী টাবু ও পরিণীতি চোপড়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular