বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৮০ বোতল ফেন্সিডিল সহ আটক-২

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাত অনুঃ ০১.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আমিনুল, এএসআই মাসুদ, আসাদুজ্জামান ও মুশফিকদের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের গোবিন্দগঞ্জ পৌরসভারস্হ বাঁধন পাম্পের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আটক পূর্বক তল্লাশি করে আরমান সানু ও মুরাদ নামে দুই মাদকব্যাবসায়ী বাসযাত্রীর নিকট হতে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ১৮০ বোতল ফেনসিডিল তারা লাগেজ ব্যাগে ভরে পাচার করতেছিল।এসময় নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিল বহণের দায়ে ঐ দুই যাত্রীকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক ব্যাবসায়ীর আরমান সনু(৩৭) সে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহার কবরস্হান গেইট এলাকার হাদীস আলীর পুত্র এবং মুরাদ একই উপজেলার রসুলপুর গ্রামের মৃত আকতার হোসেনের পুত্র।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুঃ ১ লাখ ২৫ হাজার টাকা।তিনি বলেন আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।আবু হানিফ মোঃ বায়েজিদ

Similar Articles

Advertismentspot_img

Most Popular