গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার রাতে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ওই বাসার বিভিন্ন স্থান থেকে ১০ বোতল বিদেশি ও ৩২ বোতল দেশি কেরুর মদ উদ্ধার করা হয়।
এ সময় অবৈধ মদ রাখার দায়ে মাদক ব্যবসায়ী মো. সোহাগ চৌধুরী ও মোহাম্মদ আলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি ও উদ্ধার করা মদ ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছিল। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি গোপালগঞ্জ সদরের ওলপুর গ্রামে।