বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গোপন মিশনে ওমানের পথে ইরানের যুদ্ধজাহাজ !

নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দু’টি যুদ্ধাজাহাজ একটি গোপন মিশন চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এছাড়া, জাহাজ দু’টি গভীর সাগরে তাদের আরো কিছু মিশন চালাবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ইরানের ৪৭তম নৌবহরের আলবোর্জ ডেস্ট্রয়ার ও বুশেহর লজিস্টিক ভ্যাসেল দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে ওমানের দিকে রওনা দেবে। পরে জাহাজ দু’টি ভারত মহাসাগর ও এডেন উপসাগরে মিশন চালাবে। ৪৬তম নৌবহরের দু’টি জাহাজ গত ১৭ এপ্রিল থেকে ওই এলাকায় মিশনে ছিল। তারা এখন ফিরে আসবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সমুদ্রসীমায় তার নৌবাহিনী ও যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। এসব জাহাজ নৌ চলাচলের রুট ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে। ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি জঙ্গি হামলার প্রচেষ্টা নস্যাৎ করেছে। ইরানি ও বিভিন্ন দেশের জাহাজের ওপর এসব হামলার চেষ্টা হয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular