নিউজ ডেস্ক:
অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য আরও দু্ই সপ্তাহ সময় পেয়েছে সরকার। আগামী ১৪ মার্চের মধ্যে গেজেট প্রকাশে সরকারকে নতুন করে সময় বেধে দিয়েছে আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৮ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, “আশা করছি এই সময়ের মধ্যে সরকার গেজেট প্রকাশ করবে। আপনি আমাদের কো-অপারেট করবেন। ”
সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি বিচারকদের গেজেট প্রকাশে ২ সপ্তাহের সময় দিয়েছিল আপিল বেঞ্চ। কিন্তু ২ সপ্তাহের মধ্যে গেজেট জারি না হওয়ায় সোমবার এটি ফের কার্যতালিকায় আসলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। এরপর এ সময় দিলেন আপিল বেঞ্চ। এর আগেও কয়েক দফা সময় দিয়েছিল আপিল বিভাগ।