গৃহকর্মীকে ভবন থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর পরীবাগের একটি ভবন থেকে গৃহকর্মীকে সাত তলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১০টার দিকে পরীবাগের ৩/৩/এ নম্বর দিগন্ত টাওয়ারের সাত তলা ভবন থেকে ওই গৃহকর্মীকে ফেলে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, তিনি পরীবাগের ওই ভবনের সালেহ আহমেদ নামের এক ব্যক্তির বাসায় কাজ করতেন। ১৫ দিন আগে তিনি বরিশালের রাজাপুর থেকে কাজের জন্য এ বাসায় আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহকর্মীর বরাত দিয়ে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক তরিকুল ইসলাম জানিয়েছেন, বাড়িওয়ালা মাদকাসক্ত।  শুক্রবার রাতে তিনি ওই নারীর শ্লীলতাহানি করেন। এর প্রতিবাদ করায় বাসার বেলকনি থেকে তাকে ফেলে দেওয়া হয়।

তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।