গুয়ামের দিকে আসা মিসাইল মুহূর্তেই ধ্বংস হবে: ট্রাম্প !

0
19

নিউজ ডেস্ক:

নতুন করে ফের উত্তেজনা আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে। গুয়াম বা আমেরিকার মূল ভূখণ্ড লক্ষ্য করে যদি উত্তর কোরিয়া কোনও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তাহলে সেটি যেন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়।
মার্কিন সেনাবাহিনীকে এমনটাই নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের নিরাপত্তা দলের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলি ওয়েবসাইট নিউজম্যাক্সকে এমনটাই জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গুয়াম লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বলে গত মাসে উত্তর কোরিয়ার হুমকির পর মার্কিন সেনাবাহিনীকে এই নির্দেশ দেন ট্রাম্প।

এছাড়া, মার্কিন নিরাপত্তা সূত্রে আরও জানা গিয়েছে, জাপান বা দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ছোঁড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের জন্যেও একই নির্দেশ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প।