রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

গুলশানে হামলা : রাশেদ ওরফে র‌্যাশ ডিবি কার্যালয়ে !

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির নেতা রাশেদ ইসলাম (২৪) ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে র‌্যাশকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাশকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, রাশেদ ওরফে র‌্যাশকে নাটোর থেকে বিকেলে ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। হলি আর্টিজানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular