গুলশানে জঙ্গি হামলা : সোহেল মাহফুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি !

0
25

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সবুর খানকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড চলাকালে সোহেল মাহফুজ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় গতকাল রোববার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। এরপর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গত ৯ জুলাই সোহেল মাহফুজের সাতদিনের এবং ১৭ জুলাই ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৭ জুলাই ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চাওলা রোড পুস্করিনীর পাড়ে ফজলুর আমবাগান (কানসাটের কাছাকাছি) এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।