শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেশন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, “আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে আমাদের নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”
উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন জানান, “শাবিপ্রবি এখন থেকে গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে না। আগামী ১২ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।”
শাবিপ্রবি প্রশাসনের এ সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।