নিউজ ডেস্ক:
সম্প্রতি ব্রাজিলে এমন ঘটনা ঘটেছে। রাস্তা থেকে তুলে নিয়ে টাকসান নামের কুকুরটিকে বানিয়ে দেয়া হয়েছে হুন্ডাই কোম্পানির শোরুমের সেলসম্যান। তাকে একটি আইডি কার্ডও বানিয়ে দেয়া হয়েছে।
জানা গেছে, প্রতিদিন গলায় আইডি কার্ড গলায় ঝুলিয়ে শোরুমে বসে থাকে টাকসান। দক্ষতার সঙ্গে কাজ করার জন্য শোরুমের লোকেরাই তার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছে।
গত তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে টাকসানের একটি ছবি শেয়ার করে হুন্ডাই ব্রাজিল। ওই পোস্টে তারা লেখে, সবাই দেখুন আমাদের হুন্ডাই প্রাইম ডিলারশিপের সেলস ডগ টাকসান প্রাইম। নতুন এই সদস্যের বয়স এক বছর। হুন্ডাই পরিবার তাকে স্বাগত জানিয়েছে। এরইমধ্যে আমাদের সহকর্মী ও গ্রাহকদের মন জয় করেছে সে।
গলায় আইডি কার্ড ঝোলানো ওই কুকুরের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কুকুরের প্রতি এমন আচরণ দেখে মুগ্ধ হাজার হাজার মানুষ।
এর আগে, গত মে মাসে টাকসনকে দত্তক নিয়েছে ব্রাজিলের এস্পিরিতো সান্তোর সেররা এলাকা একটি হুন্দাই শোরুম। কুকুরটির বয়স মাত্র এক বছর। দত্তক নেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ওই শোরুমের সামনে বসে থাকতো টাকসন। এভাবেই ক্রেতা ও শোরুমের বাকি কর্মীদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সবার ভালোবাসা জয় করে বর্তমানে ওই শোরুমের স্থায়ী কর্মী টাকসন।
সূত্র- এনডিটিভি