বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গার্দিওলার মতো রাজনৈতিক বার্তা দেবেন না মরিনহো

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো মনে করেন, কোনো রাজনৈতিক বিবৃতি দেয়ার অধিকার তার নেই। সম্প্রতি জনসমক্ষে হলুদ রঙের ফিতা পরেছিলেন তার প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। স্পেনের কাতালোনিয়া স্বাধীনতাকামী রাজনৈতিক নেতাদের কারাবন্দী করার প্রতিবাদ জানাতে স্পেনের সাবেক তারকা ফুটবলার গার্দিওলা এটা করেন।

গত মাসে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন লীগর জয়কেও স্বাধীনতাপন্থীদের জন্য উৎসর্গ করেন সিটি কোচ। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটতে চান না মরিনহো। তিনি বলেন, ‘যদি আইন আমাদের এটা করার সুযোগ দেয় তাহলে সে (গার্দিওলা) স্বাধীন নাগরিক। কিন্তু মাঠে রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগের এ বিষয়ে আমার সন্দেহ আছে। আমি মনে করি না যে আমার সে সুযোগ আছে।

 সূত্র : বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular