বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গার্দিওলার দক্ষতায় ঘাটতি আছে: ইব্রাহিমোভিচ

নিউজ ডেস্ক:

ফুটবল ইতিহাসে সেরা কোচদের মধ্যে পেপ গার্দিওলা অন্যতম একজন। অথচ এই কোচকেই নিজের দেখা সবচেয়ে অপরিপক্ক কোচ মনে করেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

ক্ষোভটা অবশ্য নতুন নয়। পেপের প্রতি অনেক আগ থেকেই অসন্তুষ্ট ইব্রা। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনায় যোগ দেন ইব্রাহিমোভিচ। তার অধীনে দারুণ শুরুর পরও প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি তিনি। ন্যু-ক্যাম্পে নিজের ব্যর্থতার জন্য গার্দিওলার অব্যবস্থাপনা এবং ব্যক্তিগত দক্ষতার ঘাটতিকে দায়ী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই সুইডিশ ফরোয়ার্ড ইব্রা।

সম্প্রতি স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘আমি হয়তো রুমে ঢুকতাম আর তিনি বের হয়ে যেতেন। আমি তার সঙ্গে দেখা করতে যেতাম; তিনি অন্য কাজে বেরিয়ে পড়তেন। আমি বুঝে গিয়েছিলাম, এখানে ফুটবল ছাড়া অন্য কিছু কাজ করছে। সমস্যা তারই ছিল এবং তিনি সেই সমস্যার সমাধান করেননি।

এসময় মারিজও মানজুকিচ এবং স্যামুয়েল ইতোকের কথা উল্লেখ করে ইব্রা দাবি করেন, কোচ হিসেবে তাই পেপ মন্দ না হলেও তিনি অপরিপক্ক। এই সুইডিশ ফরোয়ার্ড বলেন, ‘আমি দেখেছিলাম মানজুকিচ এবং ইতোর সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটেছে। আমি যাদের অধীনে খেলেছি তিনি তাদের মধ্যে সবচেয়ে খারাপ কোচ নন। তিনি অবশ্যই তিনি সবচেয়ে অপরিপক্ক। ‘

Similar Articles

Advertismentspot_img

Most Popular