শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত সময়ে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। যে প্রতিষ্ঠানকে ঘিরে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে গাজীপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আরএমজি ও নন আরএমজি সেক্টরে শ্রম সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
শ্রম উপদেষ্টা আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে মালিকপক্ষ এবং শ্রমিকরা এই কমিটিতে রয়েছেন।
এসময় শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ শফিকুজ্জামান বলেন, শ্রমিকদের মূল অসন্তোষ বকেয়া বেতন নিয়ে। সেটার বিষয়ে সংশ্লিষ্ট সাত মন্ত্রণালয় কাজ করছে।
তিনি বলেন, আগামীকালই এক গার্মেন্টসের ৮০ হাজার শ্রমিককে পাওনা টাকা দেয়ার জন্য ঋণ দিতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করছে সরকার।