গাজীপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

0
31

নিউজ ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকচালক বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার ভোরে গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা।

এসআই মো. গোলাম মাওলা জানান, কালীগঞ্জের রাথুড়া এলাকায় গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি ট্রাকচালক।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই গোলাম মওলা।