গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানার একটি গোডাউনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের তাড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় তারা রাস্তা অবরোধ করে।
বেলা ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানার একটি গোডাউনে আগুন দেয়। সেই সঙ্গে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস কারখানার গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে।
তিনি আরও বলেন, আগুন নেভাতে বিকেল ৩ টা ৪০ মিনিট থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।