শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর মিছিল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান বর্বর হামলায় আরও অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬৬৪-এ পৌঁছেছে। আহত হয়েছেন আরও এক লাখ পাঁচ হাজারের বেশি মানুষ।

শনিবার (৭ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের নিরবচ্ছিন্ন আক্রমণে গত ২৪ ঘণ্টায় ১৪২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের কাছে উদ্ধারকর্মীরা এখনও পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা, ধ্বংস হওয়া ভবনের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েল টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজারো স্থাপনা ধ্বংস হয়েছে।

গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, এই আক্রমণে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে ভুগছেন।গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের কারণে গাজা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামার কোনো লক্ষণ নেই। গাজা এখন এক ধ্বংসস্তূপ, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular