বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

গাছের গায়ে আটকে আছে রহস্যময় প্রাণী !

নিউজ ডেস্ক:

দেখলে গা শিউরে ওঠবে, গাছের গায়ে আটকে আছে আজব প্রাণী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এ প্রকাশিত খবর থেকে জানা গেছে, অ্যাডাম পমেরানৎজ নামে এক জীববিজ্ঞানী পেরুর টাবোপাটায় এই জীবটিকে দেখতে পান এবং তার ভিডিও করেন।
তিনি জীবটিকে যথাযথ ভাবে চিহ্নিত করতে পারেননি। কিন্তু ভিডিওটি দেখে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে-র গবেষক আরন জানান, এটি কোন একটি জীব নয়। এটি ‘সফ্লাই’ নামের একটি বিশেষ মাছির গুচ্ছ।
আরন দেখান এই সফ্লাইগুলি এমন ভাবে নড়াচড়া করছে যে, এক একটা মাছির এক এক রকমের নড়াচড়া থেকেই এই বিচিত্র দৃশ্যটি তৈরি হয়েছে।

আরনের মতে, একক ভাবে সফ্লাইরা সহজেই পাখি বা মাকড়সার শিকার হয়। তাই এরা জোট বেঁধে থাকে। এবং এমন ভাবে নড়াচড়া করে যে, তাদের আক্রমণ করতে আসা প্রাণীরা তাতে ভয় পেয়ে যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular